সহীহ মুসলিম শরীফ ১ম খন্ড সম্পূর্ণ। রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনযাপন, তাঁর নানা আদেশ-নিষেধ জানা তথা একজন মুসলিম হিসেবে আমাদের নবী (সাঃ) এর আদর্শে অনুপ্রাণিত হতে সহীহ হাদিস জানা ও তদানুযায়ী আমল করবার বিকল্প নেই। সহীহ হাদিসসমূহের মধ্যে মুসলিম শরীফ অন্যতম। বিশুদ্ধতার মানদণ্ডে বুখারি শরীফের পরই এর স্থান।এই হাদিস গ্রন্থে ৭৫৬৩ টি হাদিস আছে। মুহাদ্দিসগণের মতে এই হাদিস গ্রন্থে কোন দূর্বল বা যঈফ হাদিসের স্থান নেই। তাই প্রত্যেক মুসলিমের উচিত এই হাদিস গ্রন্থটি অধ্যয়ন করা।Bangla Hadith Shahi Muslim Shareef Part 1.
コメント