গোপাল ভাঁড়ের গল্প চিরনবীন। কারণ বাঙালিজীবনে অসংগতি, পাগলামো, পরিমিতিবোধের অভাব, রঙ্গরসিকতা ইত্যাদি থাকবেই। আর গোপাল ভাঁড়ও তাই থাকবেন।. গোপাল ভাঁড় শুধু একটা নাম নয়- একটি নির্দিষ্ট সময়ের, একটি যুগের ইতিহাস। রাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড় একে অপরের সঙ্গে এমন ভাবে জড়িয়ে আছেন যে একজন কে ছাড়া অন্যজনের ইতিহাস অপূর্ণ থেকে যায়।.