অনেক কাল আগে আরব্য দেশে শারিয়ার নামে এক দুষ্ট অত্যাচারী বাদশা বসবাস করত। তিনি তার জীবনের এক নির্মম ঘটনার কারনে প্রতিরাতে একজন করে কুমারী নারীকে বিয়ে করতেন আর ভোর হবার আগেই তাদেরকে হত্যা করতেন। এভাবে প্রতিরাতে একজন করে কুমারী নারী হত্যা করতে করতে শহরে আর কোন কুমারী অবশিষ্ট থাকল না, শুধু উজিরের দুই মেয়ে বাদে। উজিরের বড় মেয়ের নাম ছিল শাহরাজাদ আর ছোটটির নাম ছিল দুনিয়াজাদ। শাহরাজাদ খুব বুদ্ধিমতি মেয়ে ছিল। তার ইতিহাস সম্পর্কে অগাধ জ্ঞান ছিল এবং গান বাজনাতেও খুব পারদর্শী ছিল।.