‘কুসংস্কার' শব্দটির নানা ব্যাখ্যা হতে পারে। যুক্তি-বুদ্ধির সঙ্গে যায় না বলে সাধারণত ক্ষতিকর হিসেবে দেখা হয়। আবার অনেকে বলেন, কিছু ‘কুসংস্কার' ভাল। যেমন— কোথাও যাওয়ার জন্য বের হচ্ছেন, কিন্তু দরজায় ধাক্কা খেলেন। সংস্কার বলে একটু বসে যাওয়া ভাল। বিষয়টা এভাবে ব্যাখ্যা করা যায়, অমনোযোগিতার কারণেই তো ধাক্কা খেলেন। তখন বের হলে বড় কোনো দুর্ঘটনা ঘটতেও পারত। এক্ষেত্রে কেউ কেউ ‘সংস্কার' এর আগে ‘কু' শব্দটি বসানোর সমালোচনা করতে পারেন।.