আসালামু আলাইকুম, আমার অ্যাপ্স নিয়ে এলো বাংলা কবিতার এক বিশাল সম্ভার। যেখানে প্রায় ৫০০ টির বেশি জনপ্রিয় লেখকদের কবিতা ও ছড়া রয়েছে। প্রেমের কবিতা, বিরহের কবিতা সহ ছোটদের অসংখ্য ছড়া রয়েছে এই অ্যাপে। এখানে যে সব লেখকের ছড়া ও কবিতা রয়েছে তা নিম্নরূপ. রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা. কাজী নজরুল ইসলাম এর কবিতা. জীবনানন্দ দাশ এর কবিতা. জসীমউদ্দীন এর কবিতা.
コメント