ছোটকালে বাংলা গল্প পড়তাম অনেক, সবাই কমবেশি তেমনই পড়ে। নিঃসন্দেহে বাচ্চাদের কী পড়ানো হবে তাদের আত্মিক-মানসিক-বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। বাচ্চাদের মানসিক বিকাশের জন্য সর্বোত্তম শিক্ষা মাধ্যম হতে পবিত্র আল কুরআন শরীফ, কোরআনের তাফসির, কোরআনের ঘটনা, আল হাদিসের বই এর বিভিন্ন শিক্ষনীয় ঘটনা ও হাদিসের গল্প। এছাড়াও বাচ্চাদের চরিত্র গঠনে গুরূত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সাহাবীদের জীবনী / সাহাবিদের জীবনি / সাহাবাদের জীবনী, সাহাবীদের নাম, হায়াতুস সাহাবা / হেকায়েতে সাহাবা, মহিলা সাহাবি, আসহাবে রাসুলের জীবনকথা ইত্যাদি আলোচনা। তাই আমরা চেস্টা করেছি এই অ্যাপের এবং আমাদের আরেকটি অ্যাপ ‘হাদিসের গল্প' এর মাধ্যমে ভাল কিছু শিক্ষনীয় ঘটনা আপনাদের কাছে পৌছে দিতে। এই অ্যাপে যে সব ঘটনা বা বিষয় আলোচিতঃ.
コメント