কুয়াশা আর ঠাণ্ডা বাতাস ইতোমধ্যেই জানান দিয়েছে শীতের আগমনী বার্তা। ঋতু পরিবর্তনে তাই শুরু হয়েছে ত্বকের নানা সমস্যা।. শীতের শুরুতে ত্বক কিছুটা শুষ্ক হয়ে যায়। এ সময় ত্বক রুক্ষ ও অনুজ্জ্বল হয়ে যাওয়ায় দরকার একটু বাড়তি যত্নের।. আবহাওয়া পরিবর্তনের সময় ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন।. দরকার একটু সময় বের করে সপ্তাহে এক দিন নিজের যত্ন নেওয়া।.
コメント