ছেলেদের মাথার ত্বক মেয়েদের ত্বকের চেয়ে সম্পূর্ণ আলাদা। ছেলেদের চুলের মৌলিক গঠণ প্রণালী ও পরিশোধন প্রক্রিয়াও আলাদা। এ কারণে ছেলেদের মাথার চুল পড়ার প্রবণতা ও খুশকি সমস্যাও মেয়েদের তুলনায় বেশি থাকে। যে কারণে খুব নিয়মিত টাক মাথার পুরুষ লোক দেখা যায়, কিন্তু টাক মাথার মেয়ে সচরাচর চোখে পড়ে না।.